অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা

0
1269

Sharing is caring!

জুয়েলারি দোকানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভিযানকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তা বন্ধ ও ব্যবসাবান্ধব স্বর্ণ নীতিমালার দাবিতে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

- Advertisement -

রবিবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ব্যবসায়ীদের সংগঠনটি এ ঘোষণা দেয়। যদিও এর আগে আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরন মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার (১৮ মে) কোন নোটিশ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড আমিন জুয়েলার্সে অভিযান চালায় ও প্রতিষ্ঠানটির ম্যানেজারকে আটক করে। এর পরিপ্রেক্ষিতে জুয়েলার্স সমিতি এক জরুরি সভা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে (বায়তুল মোকাররমে) অনুষ্ঠিত হয়।

‘সভায় জুয়েলারি দোকানে হয়রানিমূলক অভিযান ও আমিন জুয়েলার্সের ম্যানেজারকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী জুয়েলারি দোকানে হয়রানিমূলক অভিযান বন্ধ ও জুয়েলারি শিল্পের জন্য একটি ব্যবসাবান্ধব নীতিমালার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে সব জুয়েলারি দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের সকল জুয়েলারি মালিক ভাইদের বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিজ নিজ দোকান বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।’

উল্লেখ্য, বনানীতে দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের মালিক। গত ১৪ মে ঢাকায় আপন জুয়েলার্সের পাঁচ বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখায় ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরা আটক করেন শুল্ক গোয়েন্দারা। পরের দিনও আপন জুয়েলার্সে অভিযান চালায় সংস্থাটি।

 

(Visited 30 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here